আজ সোমবার, ২৮শে আশ্বিন ১৪৩২, ১৩ই অক্টোবর ২০২৫

ভুল করে ভারতে ঢুকে পড়া বিজিবি সদস্যকে ফেরত

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর সীমান্তে ভুল করে ভারতে ঢুকে পড়েন মতিউর রহমান নামে এক বিজিবি সদস্য। পরে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয় ওই বিজিবি সদস্যকে।

 শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ভারত ভ‚খÐে ঢুকে পড়ার পর  শনিবার রাত ১১টার দিক পতাকা বৈঠকের পর তাকে ফেরত আনা হয়।

৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এ তথ্য নিশ্চিত করেছেন। মতিউর রহমান জহুরপুর টেক ক্যাম্পে ল্যান্স নায়েক পদে কর্মরত।

বিজিবির অধিনায়ক বলেন, ‘শুক্রবার রাতে গরু-মহিষ চোরাচালানিদের ধাওয়া করতে গিয়ে ভারত ভ‚খÐে ভুলবশত ঢুকে পড়েন মতিউর রহমান। পরে আর ফিরে আসতে পারেননি তিনি। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানো হয় বিএসএফকে। পরে শনিবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয় মতিউর রহমানকে। ফেরত আসার আগে বিএসএফের বাজিতপুর ক্যাম্পে রাখা হয়েছিল মতিউর রহমানকে।




মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ