আজ মঙ্গলবার, ২৭শে শ্রাবণ ১৪৩২, ১২ই আগস্ট ২০২৫

শিবগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

News Desk

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গোয়েন্দা পুলিশের পৃথক দুটি অভিযানে ৬শপিস ইয়াবা ১৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতরা হলো, শিবগঞ্জ উপজেলার হাজারবিঘি চাদপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আব্দুর রশিদ (৪০) কামালপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে জামাল উদ্দিন ওরফে চুটু (৩৪)

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ জাহিদ বলেন, আব্দুর রশিদকে তার বাড়ির থেকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের অপর উপপরিদর্শক (এসআই) অনুপ কুমার সরকার বলেন, দৌলতবাড়ি বাগানপাড়া গ্রাম থেকে ফেনসিডিলসহ গ্রেফতার হয় জামালকে। তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ