আজ বুধবার, ১৫ই মাঘ ১৪৩২, ২৮শে জানুয়ারী ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন মাসুদ।

এসময় তিনি বলেন গণভোটের ব্যাপারে প্রাপ্যতা বুঝানোর জন্য সরকারের ম্যাসেজটা সকল মানুষের কাছে পোঁছানোর জন্য এই আয়োজন। তিনি আরো বলেন, ইমামরা হচ্ছেন রাষ্ট্রের মডেল, রাষ্ট্রের বড় একটা অংশের মানুষের সৃজনশীল জায়গাতে আপনারা কাজ করতে পারেন। তিনি আরো বলেন আপনারা সরকারের যে স্লোগান দেশের চাবি আপনার হাতে এবং পরিবর্তনের জন্য হ্যাঁ, না হলে কিছুই পাবেন না। এই আকাঙ্খার বাস্তবায়নে সকলে এই দায়িত্বটা পালন করবেন।

জেলা প্রশাসক বলেন প্রচারণার জায়গা থেকে সরকারের সকল বিভাগ কাজ করছে। আমরা বিশ্বাস করি ইমামদের মাধ্যমে সকল স্তরের মানুষের কাছে এই বার্তা পোঁছানো সম্ভব। তিনি আরো বলেন আমরা জানি আগামী ১২ ফেব্রুয়ারি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে। জেলা প্রশাসনসহ সকল দপ্তর একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও ঐতিহাসিক নির্বাচনের প্রেক্ষাপটের দ্বারপ্রান্তে রয়েছে। আমরা রাষ্ট্রের কাছে অঙ্গিকারবদ্ধ। আপনার ভোট আপনি দিবেন। 

তিনি আরো বলেন, আপনারা গণভোটের প্রচার করবেন বিশেষ করে হ্যাঁ ভোটের। আমাদের সকলের ঐক্যমতের প্রয়োজনে হ্যাঁ ভোটের প্রয়োজন। হ্যাঁ, না এর সিদ্ধান্ত মানুষের তবে আমাদেরকে এর বিষয়বস্তু সম্পর্কে বলতে হবে। 

শাহাদাত হোসেন আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষ শান্তিপূর্ণ। আপনারা সবাই জানেন ফিৎনা ফেসাদ কখনোই ইসলাম সমর্থন করে না। আমি চাইব  নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার জন্য আপনারাই সামনের সারিতে থাকবেন। আমরা শান্তিপূর্ণ, ঐতিহাসিক এবং উৎসবমুখর নির্বাচন করতে যাচ্ছি।

বিশেষ অতিথির বক্তব্য দেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) উজ্জল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, ইসলামিক ফাউন্ডেশনের ইসলামী বিশ্বকোষ বিভাগের পরিচালক মুহাম্মদ জাকির হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা।

ইমাম সম্মেলনে সদর উপজেলার ২০০, শিবগঞ্জ উপজেলার ২০০, ভোলাহাট উপজেলার ১০০, গোমস্তাপুর উপজেলার ১৫০, নাচোল উপজেলার ১০০ জন ইমাম, খতিব ও মুয়াজ্জিন অংশগ্রহণ করেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ