চাঁপাইনবাবগঞ্জে এরফান ব্রান্ডের পন্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন
- ২৭শে ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১২:৫০
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
"ঐতিহ্যের পথ ধরে, শুদ্ধতার টানে—চাঁপাইনবাবগঞ্জ" শহরে আমরা আসছি আরও বড় পরিসরে এ স্লোগানকে ধারন করে এরফান ব্রান্ডের পন্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর ) সকালে বাতেন খা মোড়ে দিবানিশি ক্লিনিকের পাশ্বে এ পন্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন এরফান গ্ৰুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন , জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, সিনিয়র ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম, এরফান গ্ৰুপ জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মোমিনসহ অন্যান্যরা।
এরফান গ্ৰুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান জানান, আনন্দের সাথে জানাচ্ছি যে, দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এরফান গ্রুপের নতুন পন্য বিক্রয়ের একটি শোরুম চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখার মোড়ে দিবানিশি ক্লিনিক এর পাশে উদ্বোধন করা হল।
আমাদের শোরুমে পাচ্ছেন বাছাইকৃত উন্নত মানের চিনি গুড়াসহ বিভিন্ন রকমের চাল, সরিষার তেল, মুড়ি, লাচ্ছা সেমাই, খিল সেমাই, নুডুলস, হট টমেটো সস, জুসি, পাউডার জুসি, মটর ভাজা, ডাল ভাজা,এবং প্রতিদিনের প্রয়োজনীয় মানসম্মত কনজিউমার পণ্যসমূহ। আপনার উপস্থিতি আমাদের এই পথচলাকে আরও আনন্দময় ও সার্থক করে তুলবে।
উদ্বোধন উপলক্ষে এরফান গ্ৰুপের পন্য বিক্রয় কেন্দ্রে চলছে বিশেষ ছাড়।
০ টি মন্তব্য