গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- ১৭ই ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৫৩:৪৭
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে “সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায়, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন মাসুদ।
এসময় তিনি বলেন গ্রাম আদালত সম্পর্কে সবাইকে জানাতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে শুধু এই প্রজেক্ট চলাকালীন সময়েই সেটা নিয়ে কাজ করতে হবে, এমনটা কিন্তু না। এই প্রজেক্ট শেষ হবার পরেও আমাদেরকে এর কার্যক্রম সম্পর্কে জানাতে হবে। আমরা যারা বিভিন্ন সেক্টরে কাজ করছি তাদেরকে এই বিষয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যেতে হবে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে প্রচারণা বেশি বেশি চালিয়ে যেতে হবে। কারণ এই সমস্যা একদিনে শেষ হবেনা; তাই বিভিন্ন লিফলেট, রেডিও মহানন্দার মাধ্যমে গম্ভীরা-পিএসএ সম্প্রচার, অন্যান্য সংস্থার মাধ্যমে উঠান-বৈঠক, ভিডিও প্রদর্শনী ইত্যাদির মাধ্যমে, বিভিন্ন প্রান্তিক পর্যায়ে, বিশেষ করে ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে, যারা গ্রাম আদালত এর বিচারিক কার্যক্রম সম্পর্কে অবহিত নয়, তাদের মাঝে এর প্রচারণা অব্যাহত রাখতে হবে।
এসময় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মাতিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আক্তার, পুলিশ সুপার অধিদপ্তরের ক্রাইম শাখার ইন্সপেক্টর মুজিবুর রহমান, জেলা তথ্য অফিসার আব্দুল আহাদ, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার হাফিজ আল আসাদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জেলা সমন্বয়কারী আব্দুল জাব্বার, ব্র্যাক এর কো-অরডিনেটর মোমেনা খাতুন, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন এনজিও, বেসরকারি সংস্থা ও সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধি রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম এর সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) উম্মে আয়েশা সিদ্দিকাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প আর্থিক ও কারিগরি সহযোগীতা করছে বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী ইউএনডিপি। এসময়, জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বলেন আমরা সরকারী কর্মকর্তারা দায়িত্ব পালন করবো। আমরা নির্বাচনের ব্যাপারে যত ম্যাসেজ দিতে পারবো, মানুষের কনিফিডেন্স লেবেল যতো নিতে পারবো, তারা উৎসব মুখরভাবে ভোট দিতে পারবে, আর নির্বাচনটাও ততো শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ঐতিহাসিক নির্বাচন। আর আমরা সরকারী কর্মকর্তারা ঐতিহাসিক দায়িত্ব পালন করবো। তাই প্রত্যেকের কাছেই আমার অনুরোধ, আপনারা যে সেক্টরে আছেন সবাই আগামী আড়াই মাস নিজের শতভাগ দিয়ে কাজ করবেন এবং নির্বাচন সম্পর্কে যতটুকু পারবেন পজেটিভ ধারণা দিবেন, যাতে তারা তাদের পছন্দের যোগ্য প্রার্থিকে বেছে নিতে পারে এবং হাসিমুখে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে যেতে পারে।
সকলকে আপনারা একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কাছে এইবারের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সঠিক তথ্যটি পৌঁছে দিবেন। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা নির্বাচনী দায়িত্বে থাকবেন, তারা কোনো রাজনৈতিক মতাদর্শে থাকতে পারবেন না; এই ম্যাসেজটিও সকলের কাছে পৌঁছে দিতে অনুরোধ জানান তিনি।
০ টি মন্তব্য