আজ বুধবার, ১৯শে অগ্রহায়ণ ১৪৩২, ৩রা ডিসেম্বর ২০২৫

শুক্রবার ‘ভিক্টোরি রান উইথ বুলবুল’

মেহেদি হাসান

বিজয়ের মাস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ভিক্টোরি রান উইথ বুলবুল ফর চাঁপাইনবাবগঞ্জ  স্লোগানকে ধারন করে একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। এই  দৌড়ে প্রায় ৬ হাজার যুবক,সকল বয়স এবং পেশার পুরুষ অংশগ্রহণ করে প্রায় ৩০ কিলোমিটার দৌড়াবে। এ ম্যারাথন দৌড়ে  চাঁপাইনবাবগঞ্জের  দৌড়বিদের  সাথে দেশের প্রায় ৩০জন  সেরা  দৌড়বিদগণ চাঁপাইবাসীর সাথে অংশ নিবেন। 

এ উপলক্ষে বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে শহরের দ্বারিয়াপুর ট্রাক টার্মিনালে সাংবাদিক সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি আবু বকর বর্কমান যুবসমাজের যে ঘর ও মোবাইলমুখী অবস্থা থেকে বেরিয়ে নিজেদের শরীরের প্রতি যত্নবান হয়ে নতুন ধারায় তরুন যবকের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে হবে। এ জন্য আগামী শুক্রবার  (৫ ডিসেম্বর ) এ ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। মূলত এ ম্যারাথন দৌড়ের উদ্যোক্তা নুরুল ইসলাম বুলবুল।  

ম্যারাথনে অংশগ্রহণকারীদের  জন্য থাকবে একটি জার্সি। ৫ কিলো, ১০ কিলো, ১৫ কিলো, ২০ কিলো, ২৫ কিলো এবং ৩০ কিলো পর্যন্ত  দৌড়ের ব্যবস্থা থাকবে। সার্মথ্য অনুযায়ী দূরত্ব¡ পছন্দ করতে পারবেন। ম্যারাথনটি সকাল ৭ টায় চাঁপাইনবাবগঞ্জ ট্রাক টার্মিনাল  থেকে শুরু হয়ে বিশ্বরোড দিয়ে বারোঘরিয়া,মহারাজ হয়ে চকআলমপুর দিয়ে সুন্দরপুর হয়ে দেবীনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ১০.৪৫ মিনিটে শেষ হবে। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ