শুক্রবার ‘ভিক্টোরি রান উইথ বুলবুল’

মেহেদি হাসান

বিজয়ের মাস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ভিক্টোরি রান উইথ বুলবুল ফর চাঁপাইনবাবগঞ্জ  স্লোগানকে ধারন করে একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। এই  দৌড়ে প্রায় ৬ হাজার যুবক,সকল বয়স এবং পেশার পুরুষ অংশগ্রহণ করে প্রায় ৩০ কিলোমিটার দৌড়াবে। এ ম্যারাথন দৌড়ে  চাঁপাইনবাবগঞ্জের  দৌড়বিদের  সাথে দেশের প্রায় ৩০জন  সেরা  দৌড়বিদগণ চাঁপাইবাসীর সাথে অংশ নিবেন। 

এ উপলক্ষে বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে শহরের দ্বারিয়াপুর ট্রাক টার্মিনালে সাংবাদিক সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি আবু বকর বর্কমান যুবসমাজের যে ঘর ও মোবাইলমুখী অবস্থা থেকে বেরিয়ে নিজেদের শরীরের প্রতি যত্নবান হয়ে নতুন ধারায় তরুন যবকের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে হবে। এ জন্য আগামী শুক্রবার  (৫ ডিসেম্বর ) এ ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। মূলত এ ম্যারাথন দৌড়ের উদ্যোক্তা নুরুল ইসলাম বুলবুল।  

ম্যারাথনে অংশগ্রহণকারীদের  জন্য থাকবে একটি জার্সি। ৫ কিলো, ১০ কিলো, ১৫ কিলো, ২০ কিলো, ২৫ কিলো এবং ৩০ কিলো পর্যন্ত  দৌড়ের ব্যবস্থা থাকবে। সার্মথ্য অনুযায়ী দূরত্ব¡ পছন্দ করতে পারবেন। ম্যারাথনটি সকাল ৭ টায় চাঁপাইনবাবগঞ্জ ট্রাক টার্মিনাল  থেকে শুরু হয়ে বিশ্বরোড দিয়ে বারোঘরিয়া,মহারাজ হয়ে চকআলমপুর দিয়ে সুন্দরপুর হয়ে দেবীনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ১০.৪৫ মিনিটে শেষ হবে। 


কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।