চাঁপাইনবাবগঞ্জে প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ
- ৩রা জুলাই ২০২৫ রাত ০৮:৩২:৫৬
- শ্রেণীভুক্ত সংবাদ
 
																				মেহেদি হাসান
বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এবার চাঁপাইনবাবগঞ্জে প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। ১০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক, ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত ৭৫০ কোটি টাকার আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কিম এর আওতায় প্রকাশ্যে এই ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (০৩ জুলাই) ব্যাংক এশিয়া লিড ব্যাংক হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করে এবং জেলায় কার্যক্রম পরিচালনারত অন্যান্য তফসিলি ব্যাংক পৃষ্ঠপোষক হিসেবে অংশগ্রহণ করে।
নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট-এর নির্বাহী পরিচালক রূপ রতন পাইন এবং পরিচালক মো. ইকবাল মহসীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এএনএম মাহফুজ। সূচনা বক্তব্য দেন ব্যাংক এশিয়ার ভাইস প্রেসিডেন্ট আমিনুর রশিদ।
অনুষ্ঠানে ২২১ জন গ্রাহকের মাঝে ২ কোটি ৭৫ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়। যার মধ্যে ব্যাংক এশিয়া ১১৬ জন গ্রাহকদের মাঝে ৬৯ লাখ টাকা ঋণ বিতরণ করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন-সহজ শর্তে স্বল্প সুদে এ ঋণ প্রাপ্তির মাধ্যমে প্রান্তিক উদ্যোক্তাগণ নিজেদের ব্যবসায় নতুন পুঁজি বিনিয়োগ কিংবা নতুন ব্যবসায় প্রতিষ্ঠা করতে পারবেন, যা তাদের জীবনমানের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। প্রকাশ্যে এ ধরণের ঋণ বিতরণ কর্মসূচি স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা সৃষ্টি করবে, যা তাদেরকে ব্যাংকিং খাতের প্রতি আগ্রহী ও আস্থাশীল করে তুলবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান গ্রাকদের বলেন-মাত্র ৭ শতাংশ সুদে কোনো জামানত ছাড়াই এই ঋণ দেয়া হচ্ছে। আপনারা সময় মতো ঋণ পরিশোদ করবেন এবং পুনরায় ঋণ নিবেন। ভালো গ্রাহক সৃষ্টির জন্য ব্যাংক কর্মকর্তাদের প্রতি আহŸান জানান তিনি।
 
								 
							 
									 
									 
										 
										 
										 
										 
										 
										 
								 
								 
								 
								 
								 
								 
								 
								
০ টি মন্তব্য