আজ শুক্রবার, ৩০শে শ্রাবণ ১৪৩২, ১৫ই আগস্ট ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব জোটের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মেহেদি হাসান

জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোট, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে সংগঠনটির ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রোববার বেলা ১২ টায় শহরের নিমতলা মোড়ে জেলা জাসদের দলীয় কার্যালয়ের সামনে ঈদগা মাঠে আলোচনা সভা ও শহরের বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রা বের হওয়ার আগে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় জাসদের সহ সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। 

সভায় প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় জাতীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সুজন। 

জেলা জাতীয় যুবজোটের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সারোওয়ার্দীর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন, জেলা জাসদের সহ সভাপতি আব্দুল হামিদ রুনু, সদর উপজেলা জাসদের সভাপতি আবুহেনা বাবলু, জেলা শ্রমিক জোটের আহ্বায়ক সাজেমান আলি, জেলা যুব জোটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মুর্শেদ চৌধুরীসহ অন্যানরা।

আলোচনা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিমতলা মোড়ে জেলা জাসদের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ