আজ শুক্রবার, ৩১শে শ্রাবণ ১৪৩২, ১৫ই আগস্ট ২০২৫

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিশেষ প্রার্থনা উপলক্ষে প্রস্তুতিসভা

মেহেদি হাসান

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ সকল শহীদের স্মরণে বিশেষ প্রার্থনা আয়োজন উপলক্ষে জেলার হিন্দু ও  খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দকে নিয়ে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব উল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আনিছুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্জা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ,সহ-সভাপতি কনক রনজন দাস,সাধারণ সম্পাদক, ধনঞ্জয় চ্যাটাজী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি দিলিপ চন্দ্র, বিশিষ্ট সমাজ সেবক গৌরি চন্দ্র সিতু, শিবতলা কর্মকারপাড়া দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক অজিত রায়সহ অন্যান্যরা।  

প্রস্তুতি সভায় জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ সকল শহীদের স্মরণে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়েছে।  প্রতিবছরই আলোচনা সভা ও গীতা পাঠের আসর হয়। এবার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে পরিচালিত ৩৩ টি মন্দির ভিক্তিক শিশু  শিক্ষা  কেন্দ্রে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করাসহ জেলার বিভিন্ন মন্দিরেও বিশেষ প্রার্থনা ও আলোচনা করা হবে। মূলত শহীদদের শান্তি কামনায় এ প্রার্থনার আয়োজন। ৩৩ টি মন্দির ভিক্তিক প্রতিষ্ঠানে ২০০ কেজি করে জিআর চাল প্রদান করা হবে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ