আজ সোমবার, ২৮শে পৌষ ১৪৩২, ১২ই জানুয়ারী ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে  শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে শহিদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। 

জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম, আরডিসি আনিসুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ