আজ বৃহঃস্পতিবার, ২৯শে শ্রাবণ ১৪৩২, ১৪ই আগস্ট ২০২৫

বালিয়াডাঙ্গায় বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদে  মঙ্গলবার বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি আয়োজিত এবং ইউনিসেফ ও এসিডি’র সহযোগিতায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া। সমাবেশে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মো. আতাউল হক কমল।

স্বাগত বক্তব্য দেন, এসিডি’র প্রোগাম অফিসার এনামুল হক। বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭ ও তাতে উল্লিখিত শাস্তি সম্পর্কে আলোচনা করেন এসিডি’র উপজেলা কো-অর্ডিনেটর রুপম কুমার দেব।

সমাবেশে এছাড়াও উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গা ইউনিয়নের মেম্বারগণ, সংরক্ষিত মহিলা মেম্বারগণ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, এসিডির কিশোর-কিশোরী দলের সদস্যবৃন্দ ও স্থানীয় জনসাধারণ।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ