অন্ধ কল্যাণ সমিতির সভাপতি হওয়ায় আব্দুল ওদুদ কে ফুলেল শুভেচ্ছা কলেজ শিক্ষক সমাজের
- ৭ই জুন ২০২২ রাত ১১:৪৮:৫১
 - চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি হওয়ায়  আব্দুল ওদুদ  কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কলেজ শিক্ষক সমাজ। মঙ্গলবার (৭জুন) বিকেলে আবদুল ওদুদের বাসায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান। 
এ সময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলিম সিদ্দিকী, আমনুরা কলেজের সহকারী অধ্যাপক দিলসাদ তোহমিনা মিমি, নামোশংকরবাটি কলেজের সহকারী অধ্যাপক ফিরোজ কবির ও রাইহান আলী, দিয়ার মহাবিদ্যালয় এর সহকারী অধ্যাপক আবুবকর, শহীদ স্মৃতি মহাবিদ্যালয় এর সহকারী অধ্যাপক রুবেল ইখতারুল হক, সিটি কলেজের শিক্ষক গোলাম ফারুক জামি ও মোয়াজ্জেম হোসেন। 
আব্দুল ওদুদ শিক্ষক সমাজকে ধন্যবাদ জানান এবং সকলের সহযোগিতায় জাতীয় অন্ধ কল্যাণ সমিতি সুস্থ-সুন্দর ভাবে চলতে পারে সেই দোয়া কামনা করেন। 
								
							
									
									
										
										
										
										
										
										
								
								
								
								
								
								
								
								
০ টি মন্তব্য