আজ সোমবার, ২৯শে পৌষ ১৪৩২, ১২ই জানুয়ারী ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বাড়ির পেছনে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩ নং ওয়ার্ডের টিকরামপুর এলাকায় বাড়ির পেছনে থাকা ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলেন, দোলোয়ারের ছেলে দিদার (৫) ও হোসেন আলীর মেয়ে তিশা (৩)। সম্পর্কে তারা চাচাতো ভাই বোন।
বেলা সাড়ে ১১টার দিকে তাদের ডোবা থেকে উদ্ধার করে স্থানীয়রা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
১২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ইব্রাহিম আলী  জানান, পাশাপশি দুই বাড়ির দুই শিশু প্রতিদিনের মতই খেলছিলো, এক পর্যায়ে তারা ডোবার পানিতে নামে, বাড়ির পেছনে থাকা ডোবাতে বৃষ্টির কারনে পানি জমে ছিলো। এ পর্যায়ে তারা পানিতে ডুবে মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, চাচাতো দুই ভাই বোন প্রতিদিনের মতই বাড়ির পেছনে খেলছিলো, এ পর্যায়ে তারা সেখানে থাকা ডোবার পানিতে নামে ও ডুবে যায়। ওদের মা  খোঁজ করতে গিয়ে দেখতে পায় ডোবার পানিতে, তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ