এতিম শিশু ও কারাগারে বন্দীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন একেএম গালিভ খান
- ৩রা মে ২০২২ রাত ১০:৪৫:৫৪
 - চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
জেলা প্রশাসক একেএম গালিভ খান ও তার পরিবারবর্গ সরকারি শিশু পরিবার, শিবগঞ্জ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের এতিমদের সাথে,জেলা কারাগারের বন্দীদের সাথে ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন।
৩ মে মঙ্গলবার ঈদের নামাজ শেষে তিনি ছুটে যান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরূপনগর এলাকায় সরকারি শিশু পরিবার, শিবগঞ্জ শেখ রাসেল শিশুকিশোর প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র ও জেলা কারাগারে বন্দীদের কাছে। সেখানে শিশুদের সাথে নিয়ে তিনি  ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং তাদের সাথে  নিয়ে  মিষ্টি মুখ করান। এবং দুপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে তিনি দুপুরের আহার করেন। 
এসময় জেলা প্রশাসক একেএম গালিভ খানের  সাথে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিনী মাহফুজা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ), জাকিউল ইসলাম,  সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি, সহকারী কমিশনার চন্দন কর সহ জেলা প্রশাসকের পরিবারবর্গ।  
								
							
									
									
										
										
										
										
										
										
								
								
								
								
								
								
								
								
০ টি মন্তব্য