ঈদুল ফিতর উপলক্ষে প্রফেসর এবিএম রাশেদুল হাসানের শুভেচ্ছা
- ২রা মে ২০২২ রাত ১১:০৪:২৩
 - চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে   শুভেচ্ছা জানিয়েছেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রেজারার প্রফেসর এবিএম রাশেদুল হাসান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।
মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। তিনি আরো বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদেরকে সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি ভুলে গিয়ে ন্যায়, সাম্য, ঐক্য, সততা, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ দেশ গঠনের জন্য একযোগে কাজ করতে হবে।
								
							
									
									
										
										
										
										
										
										
								
								
								
								
								
								
								
								
০ টি মন্তব্য