চাঁপাইনবাবগঞ্জে ৩৮জন দুস্থ ও অসহায় মানুষকে ১ লাখ ৬০ হাজার টাকা বিতরণ
- ২৮শে এপ্রিল ২০২২ বিকাল ০৩:৪০:৫০
 - চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের অনুকূলে বরাদ্দকৃত অনুদানের  চেক বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র ব্যক্তি, সড়ক, রেল দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অগ্নিকা- ক্ষতিগ্রস্ত, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, অতি দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়াসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৩৮ জনের মাঝে ১লাখ ৬০হাজার টাকার চেক বিতরণ করা হয়। 
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর চেক বিতরণের আয়োজন করে। অনুষ্ঠানে জেলা প্রশাসক এ কে এম গালিভ খান প্রধান অতিথির বক্তৃতা করেন।
সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপরিচালক উম্মে কুলসুম, সমাজ সেবা অফিসার ফিরোজ কবিরসহ অন্যরা। 
								
							
									
									
										
										
										
										
										
										
								
								
								
								
								
								
								
								
০ টি মন্তব্য