আজ সোমবার, ২৯শে পৌষ ১৪৩২, ১২ই জানুয়ারী ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৩৮জন দুস্থ ও অসহায় মানুষকে ১ লাখ ৬০ হাজার টাকা বিতরণ

মেহেদি হাসান

বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের অনুকূলে বরাদ্দকৃত অনুদানের  চেক বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র ব্যক্তি, সড়ক, রেল দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অগ্নিকা- ক্ষতিগ্রস্ত, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, অতি দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়াসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৩৮ জনের মাঝে ১লাখ ৬০হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর চেক বিতরণের আয়োজন করে। অনুষ্ঠানে জেলা প্রশাসক এ কে এম গালিভ খান প্রধান অতিথির বক্তৃতা করেন।
সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপরিচালক উম্মে কুলসুম, সমাজ সেবা অফিসার ফিরোজ কবিরসহ অন্যরা।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ