আজ বৃহঃস্পতিবার, ২৯শে শ্রাবণ ১৪৩২, ১৪ই আগস্ট ২০২৫

ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মার্চ)  সকাল সাড়ে ১০টায় শহরের কলেজ রোডে ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের সভাপতি মোঃ শামসুজ্জামান বাবুর সভাপতিত্বেঅনুষ্ঠানে প্রধান অতিথি  থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও  স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ গোলাম রাব্বানী।

অতিথি বৃন্দ উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবক দের উদ্দেশ্যে বলেন, শুধু বই পড়ে রেজাল্ট ভালো করার চেষ্টা করলেই হবে না, শিশুদের নৈতিক শিক্ষা, দেশপ্রেম ও আউটডোর ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের গড়ে তুলার আহবান জানান। 

স্কুলটির সহকারী শিক্ষিকা তাসনিয়া রাব্বি নিশির সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুলের পরিচালনা কমিটির পরিচালক ডাঃ এম মুর্শেদ জামান মিঞা,  আফিফ উল মিনহাজ, মাহবুবুর রহমান বাপ্পি ও স্কুলের সমন্বয়কারী মোসাঃ নাহিদা আক্তার দিপা।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে আমন্ত্রিত অতিথি বৃন্দ। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ