আজ বৃহঃস্পতিবার, ৩০শে শ্রাবণ ১৪৩২, ১৪ই আগস্ট ২০২৫

মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মেলার শেষ দিনে মুক্তিযোদ্ধাদের রোডশো

মেহেদি হাসান

মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাতদিনব্যাপী জেলা প্রশাসনের কর্মসূচির অংশ হিসেবে জেলার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে রোডশো করা হয়। গতকাল বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসক এ কে এম গালিভ খান সুসজ্জিত ট্রাক বহরে বীর মুক্তিযোদ্ধাদের রোডশোর উদ্বোধন করেন। 

অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আহমেদ মাহবুব-উল-ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের নেতৃত্বে নাচোল উপজেলার উদ্দেশ্যে ট্রাকযেগে যাত্রা শুরু করে রোড শো। 

নাচোল উপজেলা পরিষদে পৌঁছালে সেখানে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ ও উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচছা জানান। এ সময়ে স্থানীয় স্কুলের শিক্ষার্থীরা জাতীয় পতাকা নেড়ে অভিবাদন জানায়। পরে পরিষদের হলরুমে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

এতে বক্তব্য  দেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আহমেদ মাহবুব-উল- ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন,বীর বীর মুক্তিযোদ্ধা আব্দুস  সামাদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। পরে মুক্তিযোদ্ধারা গোমস্তাপুর উপজেলা পরিষদের উদ্দেশ্যে রওয়ানা হয়ে সেখানে পৌঁছালে সেখানেও বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে স্বাগত জানান গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন ও উপজেলা চেয়ারম্যান হুমায়ন রেজাসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। 

এরপর বীর মুক্তিযোদ্ধারা দুপুরে ভোলাহাট উপজেলায় পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেনসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা তাদের ফুল দিয়ে বরণ করে নেন। মধ্যহ্নভোজ শেষে নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মহান মুক্তিযুদ্ধের সময় মুক্ত এলাকা ভোলাহাটে মুক্তিযোদ্ধাদের নিরাপদ আশ্রয়স্থল উল্লেখ করে মুক্তিযুদ্ধের স্মৃতিময় উপজেলায় প্রবেশ ও বের হওয়ার দুই পথে(গোমস্তাপুর ও শিবগঞ্জ) গেট নির্মাণের দাবি জানান বীর মুক্তিযোদ্ধারা। 

পরে শিবগঞ্জে পোঁছালে মুক্তিযোদ্ধাদের স্বাগত জানান শিবগঞ্জ উপজেরা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি, বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ সোনু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানসহ অন্যরা।

এ সময় সুসজ্জিত ট্রাক বহরে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আলিসহ অন্যরা।

 জেলায় বীর মুক্তিযোদ্ধাদের এমন কর্মসূচি এটাই প্রথম। জেলা প্রশাসনের এ কর্মসূচি জেলায় মাইল ফলক হয়ে থাকবে। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ