জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি (নজেকশিস)’র সাধারণ সভা
- ২৩শে মার্চ ২০২২ সন্ধ্যা ০৭:৩৯:০৬
 - চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি (নজেকশিস)’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলাশহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজের সুলতানুল ইসলাম মনি উকিল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান।
জেলা নজেকশিস’র ভারপ্রাপ্ত সভাপতি নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মো. ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুর রহমানসহ অন্য অতিথিবৃন্দ।
সভায় সমিতির বিগত দিনের প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির বিদায়ী সাধারণ সম্পাদক ছত্রাজিতপুর আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান। শোক প্রস্তাব পাঠ করেন সিনিয়র সহসভাপতি ও সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন। সঞ্চালনা করেন নামোশংকরবাটী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম ফারুক মিথুন ও আমনুরা হযরত বুলন্দ শাহ কলেজের প্রভাষক দিলশাদ তহমিনা বেগম।
পরে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকলকে পরিচয় করিয়ে দেয়া হয়।
কমিটির সভাপতি হলেন নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মো. ওবাইদুর রহমান; সাধারণ সম্পাদক হলেন চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বি.এম. কলেজের অধ্যক্ষ মো. আতিকুল ইসলাম।
								
							
									
									
										
										
										
										
										
										
								
								
								
								
								
								
								
								
০ টি মন্তব্য