আলিনগর বিদিরপুরে রেললাইনের পার্শ্ব রাস্তা বন্ধ করার প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন
- ১৩ই মার্চ ২০২২ রাত ০৮:৫৫:১৮
 - চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ শহরের আলিনগর রেলক্রসিং থেকে রেল লাইনের ধার ঘেঁষে যাওয়া পার্শ্ব রাস্তাটি রেল কতৃপক্ষের বন্ধ করার উদ্দ্যোগ গ্রহণ করায় স্থানীয়রা প্রতিবাদে মানববন্ধন করে।(১৩ মার্চ) রবিবার সকাল ১১ টায় শহরের ১নং ও ৩নং ওর্য়াডের স্থানীয়দের উদ্দ্যোগে বিদিরপুর মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদের সভাপতিত্বে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে উপস্থিত থেকে রাস্তা বন্ধের প্রতিবাদ করে বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আহমেদ রঞ্জু, সংরক্ষিত নারী(১,২,৩) ওর্য়াড কাউন্সিলর নাজনীন ফাতেমা জিনিয়া, সদর উপজেলা শাখা যুব লীগের সিনিয়র সহ সভাপতি শাহনেওয়াজ দুলাল,১নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম সহ স্থানীয়রা।
নয়ন ওয়াহিদের পরিচালনায় মানববন্ধনে  বক্তারা বলেন,পৌর এলসকার আলিনগর, বিদিরপুর,গনকা,মহাডাঙ্গা,সহ দুটি পৌর ওর্য়াডের শত শত মানুষ ও ছাত্র ছাত্রীরা এ রাস্তা দিয়ে রিক্সা ও অটোরিকশা যোগে স্কুল, কলেজ,অফিস আদালত ও  বাজারে যাতায়াত করে আসছে দীর্ঘদিন থেকে।  হঠাৎ গতকাল থেকে এ সড়কটি বন্ধ করার জন্য রেল কতৃপক্ষ কাজ শুরু করতে যাচ্ছে, ফলে স্কুল কলেজের ছাত্র,ছাত্রী সহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বে, তাই রেল দুর্ঘটনা রোধে রেলক্রসিং গুলোতে গেট নির্মাণ ও লোকবল নিয়োগের দাবি জানান বক্তারা এবং এ রাস্তাটি আরো বড় করে আমনুরা পর্যন্ত সম্প্রসারণ করলে চাঁপাইনবাবগঞ্জ-নাচোল  মহাসড়কে অনেক দুর্ঘটনা কমবে বলে জানান বক্তারা। 
মানববন্ধন শেষে স্থানীয় রেল কতৃপক্ষ ও জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেন স্থানীয় পৌর ওর্য়াড কাউন্সিলরা। 
								
							
									
									
										
										
										
										
										
										
								
								
								
								
								
								
								
								
০ টি মন্তব্য