গোমস্তাপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
- ২২শে ফেব্রুয়ারি ২০২২ সকাল ১১:২৩:৩৪
 - চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে ফাহিম (০৭)নামে এক নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিতে উপজেলার বাঙাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর এলাকার কামালপুরে এ ঘটনা ঘটে। মৃত শিশু উপজেলার সন্তোষপুর গ্রামের রেজাউল করিমের ছেলে। 
রেজাউল করিম জানান, গতকাল সকালে খেলতে যাব বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি ফাহিম। দুপুর থেকে রাত পর্যন্ত অনেক খুঁজোখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি )সকালে হঠাৎ এলাকাবাসী খেসাড়ির ক্ষেতে দেখতে পায় ফাহিমের মরদেহ।
বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দিলীপ কুলাম দাস জানান,আমি ঘটনাস্থলে আমি বিস্তারিত পরে জানানো হবে।
								
							
									
									
										
										
										
										
										
										
								
								
								
								
								
								
								
								
০ টি মন্তব্য