আজ শুক্রবার, ৩১শে শ্রাবণ ১৪৩২, ১৫ই আগস্ট ২০২৫

ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে জেলা প্রশাসকের আর্থিক সহায়তা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে  ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসনের পক্ষে নিহতদের পরিবারের কাছে এই আর্থিক সহায়তা হস্তান্তর করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, সহকারী কমিশনার মোঃ আশিকুর রহমান। 

জেলা প্রশাসক এ কে এম গালিভ খান সাংবাদিকদের জানান, আলীনগরের হাজির মোড়ে যে রেল দুর্ঘটনাটি ঘটেছে এটি একটি অরক্ষিত স্থান। এখানে কোনো রেলগেট নেই। আমি বিষয়টি বিভাগীয় কমিশনারকে জানিয়েছি। খুব দ্রুত সময়ের মধ্যে এখানে একটি রেলগেট নির্মাণ করা হবে। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ