আজ মঙ্গলবার, ৩০শে পৌষ ১৪৩২, ১৩ই জানুয়ারী ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচন নৌকার প্রার্থীর সমর্থনে প্রচার মিছিল

মেহেদি হাসান

আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. মোখলেসুর রহমানকে বিজয়ী করার লক্ষে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত বিশাল এই মিছিলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এসএম কামাল নেতৃত্ব দেন।

মিছিলে আরো অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ,  মেয়র প্রার্থী মো. মোখলেসুর রহমান, জেরা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, জেলা আওয়ামী লীগের সদস্য ফাইজার রহমান কনক, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল, পৌর যুব লীগের সভাপতি রাকিবুল ইসলাম বীরু ও সাধারণ সম্পাদক শহিদুল জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ সিকদার সহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

নবাবগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়ে জেলা শহরের প্রধানপ্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে গোল চত্বরে সমাবেশে মিলিত হয়। 

বক্তারা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচনে নৌকায় ভোট দিয়ে পৌরবাসীর উন্নয়নে সামিল হবার জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ