আজ মঙ্গলবার, ৩০শে পৌষ ১৪৩২, ১৩ই জানুয়ারী ২০২৬

শিবগঞ্জে হেরোইনসহ চোরাচালন পণ্য জব্দ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামোচকপাড়া নদীর পাড় হতে মালিকবিহীন ২৮০ গ্রাম হেরোইন ও মির্জাপুর গ্রাম হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০৯ জোড়া স্যান্ডেল, ৫৯ কেজি বিড়ির পাতা এবং ৮২ কেজি বিড়ির মশলা জব্দ করেছে বিজিবি। ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের চকপাড়া ও শিয়ালমারা বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে এইসব পণ্য জব্দ করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে ৬টায় চকপাড়া বিওপির নায়েব সুবেদার মো. রেনু মিয়ার নেতৃত্বে টহল দল নামোচকপাড়া নদীর পাড়ে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৮০ গ্রাম হেরোইন জব্দ করতে সক্ষম হয়।
নিজস্ব তথ্যের ভিত্তিতে গত ১৫ অক্টোবর শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লার নেতৃত্বে শিয়ালমারা বিওপির টহল দল মির্জাপুর গ্রামে অভিযান চালায়। এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০৯ জোড়া ভারতীয় স্যান্ডেল, ৫৯ কেজি বিড়ির পাতা এবং ৮২ কেজি বিড়ির মশলা জব্দ করতে সক্ষম হয়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ