আজ শনিবার, ৩১শে শ্রাবণ ১৪৩২, ১৬ই আগস্ট ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি জলিল, সম্পাদক রোকনউজ্জামান

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের নতুন নেতৃত্ব কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্ধারিত হয়েছে। সভাপতি হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা,পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও  নামোশংকরবাটি কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল ও সাধারন সম্পাদক হয়েছেন বিদায়ী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনউজ্জামান।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এর আগে দুপুরে শেষ হয় সম্মেলনের প্রথম অধিবেশন। এরপর দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটে সভাপতি ও সাধারন সম্পাদক নির্ধারনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পুরাতন স্টেডিয়ামের জিমনেসিয়ামে বিকেল ৩টা থেকে কাউন্সিলররা ভোট প্রদান করেন।সন্ধ্যায় ভোটের ফলাফল প্রকাশ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ