আজ মঙ্গলবার, ৩০শে পৌষ ১৪৩২, ১৩ই জানুয়ারী ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে কর্মহীন মানুষকে সহায়তার জন্য ৫ লাখ টাকা দিল এনসিসি ব্যাংক

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে করোনায় কর্মহীন অসহায় মানুষের সহায়তার জন্য জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ৫ লাখ টাকা দিয়েছে এনসিসি ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখা।  সোমবার (৯ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কক্ষে জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন এনসিসি ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার ফাস্ট অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ সাইফুল্লাহ। 

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী  মোঃ মহসীনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ। 

জেলা প্রশাসক জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ জানান,  বৈশিক মহামারী করোনার এই দুঃসময়ে এনসিসি ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখা জেলার কর্মহীন অসহায় মানুষের জন্য যে আর্থিক সহায়তা দিলেন তা একটি খুবই ভাল উদ্যোগ। এ আর্থিক সহায়তা জেলার বিভিন্ন স্থানের কর্মহীন মানুষের মাঝে দেয়া হবে।  


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ