আজ মঙ্গলবার, ৩০শে পৌষ ১৪৩২, ১৩ই জানুয়ারী ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে করোনায় আরো তিনজনের মৃত্যু

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত আরো তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের বয়স ৭০ বছর, তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। তিনি গত ২০ জুন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং গত রবিবার দিবাগত রাত ২ টা ১০ মিনিটে মারা যান।

অপর দিকে চাঁপাইনবাবগঞ্জের কাজীপাড়া গ্রামের এক নারী গত ৪ জুলাই ভর্তি হন এবং ওইদিন দিবাগত রাত ৩টা ২০ মিনেটে তার মৃত্যু হয়। এছাড়া জেলার সদর উপজেলার পলশা এলাকার ৬৫ বছরের এক ব্যক্তি সোমবার (৫জুলাই) সকাল সোয়া ৭টায় মৃত্যুবরণ করেন। তিনি গত ১ জুলাই ভর্তি হয়েছিলেন।

২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসতপালের করোনা ওয়ার্ডের ফোকাল পয়েন্ট ডা. আহনাফ শাহরিয়ার এই তথ্য নিশ্চিত করে জানান, মারা যাওয়া এই তিনজনই করোনা পজিটিভ ছিলেন। তিনি আরো জানান, এর আগে গত রবিবার মারা গেছেন আরো তিনজন। (৫ জুলাই) ১০জন সুস্থ হয়ে বাড়ি ফিওে গেছেন এবং সোমবার রাত ৮টায় পর্যন্ত ভর্তি রয়েছেন ৭০ জন রোগী।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ