আজ মঙ্গলবার, ৩০শে পৌষ ১৪৩২, ১৩ই জানুয়ারী ২০২৬

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কর্মহীন সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সহায়তা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কোভিড-১৯ ভাইরাস সংক্রামণজনিত কারনে সামাজিক ভাবে কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিসেবীদের এককালীন ভাতার চেক অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের বাৎসরিক অনুদানের চেক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের চেক প্রদান অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২৪ জুন) সকালে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা কালচারাল অফিসার ফারুক ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে চেক নগদ টাকা বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম। 

প্রধান অতিথি তার বক্তব্যে জানান, করোনা পরিস্থিতি একটি আন্তজাতিক সমস্যা সমস্য সমাধানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন সারা দেশের কর্মহীন মানুষের জন্য তিনি বিভিন্ন অনুদান, ত্রান চিকিৎসা সামগ্রী দিয়ে সহায়তা করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন বিভিন্ন সেক্টরের কর্মহীনদের আর্থিক সহায়তা, খাদ্য সামগ্রী, ত্রাণ দিয়ে যাচ্ছি। আমাদের করোনা সমস্যা হতে পরিত্রাণ পেতে হলে স্বাস্থ্য বিধি মেনে সবসময় মাস্ক পরিধান করতে হবে সামাজিক দুরুত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। বিনা প্রয়োজনে  কোন জায়গায় চলাফেরা করা যাবেনা নিজে সচেতন হতে হবে। এককথায় নিজে সচেতন না হলে কখনো করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবেনা। 

 এসময় উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমীর আহবায়ক কমিটির সদস্য গোলাম ফারুক মিথুন। 

জেলা শিল্পকলা একাডেমীতে জেলা কালচারাল অফিসার ফারুক ফয়সাল জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কোভিড-১৯ ভাইরাস সংক্রামণজনিত কারনে সামাজিক ভাবে কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিসেবীদের এককালীন ভাতার চেক অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের বাৎসরিক অনুদানের চেক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের চেকের মধ্যে  এককালীন ভাতার হাজার টাকা, বাৎসরিক অনুদানে ১২ হাজার থেকে ১৯ হাজার টাকা ৯টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে ৩০ হাজার টাকা করে প্রদান করা হয়। 

 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ