আজ মঙ্গলবার, ৩০শে পৌষ ১৪৩২, ১৩ই জানুয়ারী ২০২৬

মরহুম মোজাম্মেল হকের সহধর্মিনী লাইফ সাপোর্টে - এরফান আলির দোয়া কামনা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মোজাম্মেল হকের সহধর্মিনী ও চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ এরফান আলির ভাবী শামীমা আখতার রানীর অবস্থা আশঙ্কাজনক। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ এরফান আলি। 

মরহুম মোজাম্মেল হকের স্ত্রী শামীমা আখতার রানী গত ১৩ ই এপ্রিল মোজাম্মেল হকের সাথে করোনার নমুনা দিলে ২০ এপ্রিল করোনা পজিটিভ আসে। বেশ কিছুদিন ধরে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শামীমা হক রানীর সংকটাপন্ন অবস্থায় জেলাবাসী সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ এরফান আলী।

উল্লেখ্য গত ২২ শে এপ্রিল তার স্বামী আলহাজ্ব মোজাম্মেল  হক ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ