আজ মঙ্গলবার, ৩০শে পৌষ ১৪৩২, ১৩ই জানুয়ারী ২০২৬

ছুরিকাঘাতে নামোশংকরবাটির ফার্মেসি মালিক হৃদয় নিহত

মেহেদি হাসান

নিজস্ব প্রতিবেদক:  চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী ঝাপাইপাড়া এলাকায় ১০ এপ্রিল শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ছুরিকাঘাতে ১ ফার্মেসি মালিক নিহত হয়েছে। নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জের ৬ নং ওয়ার্ডের নামোশংকরবাটি ঝাপাই পাড়ার আশরাফুল হকের ছেলে হৃদয় হাসান (২৭)।

নিহতের ছোটভাই রাজন ও তার বন্ধু জানান, শনিবার মাগরিবের নামাজ শেষে এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সুজন নামে ১ বখাটে কথা কাটাকাটির এক পর্যায়ে বুকে ছুরিকাঘাত করে হৃদয়কে। ছুরি মেরেই পালিয়ে যায় ঘাতক সুজন।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন সদর আধুনিক হাসপাতালের ইমারজেন্সি বিভাগ থেকে জানান, ছুরিকাঘাত করা হয়েছে ১ যুবককে। হাসপাতালে আসার পর মারা যায় হৃদয়। তদন্ত সাপেক্ষ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় সদর আধুনিক হাসপাতালের ইমারজেন্সি বিভাগে নিহতের আত্মীয় স্বজনদের আহাজারিতে হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এসআই সোহেল রানাসহ পুলিশের সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ