আজ মঙ্গলবার, ২৯শে পৌষ ১৪৩২, ১৩ই জানুয়ারী ২০২৬

মাদক সম্রাজ্ঞী আয়েশা আবারও গ্রেফতার- ৬ মাসের কারাদণ্ড

মেহেদি হাসান

জামিনে মুক্তি পাওয়ার কয়েকদিনের মাথায় আবারও মাদকসহ গ্রেফতার হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলার চিহ্নিত মাদক সম্রাজ্ঞী আয়েশা। বৃহস্পতিবার দুপুরে শহরের নয়াগোলা মোড় থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের একটি দল তাকে গ্রেফতার করে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা-মোমিনপাড়ার মো. মানিক মিয়ার স্ত্রী। একই অভিযানে চাঁপাই-মহেষপুরে থেকে সাগর আলী (২২) নামে আরো একজনকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতারকৃত সাগর আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাঁপাই-মহেষপুরের মো. বকুল আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা মোড়ে অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী আয়েশাকে গ্রেফতার করা হয়। একই অভিযানে সদর উপজেলার চাঁপাই-মহেষপুরে থেকে সাগর আলী নামে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে নেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক আয়েশা বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সাগর আলীকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন। একই দিন সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ