আজ মঙ্গলবার, ৩রা ভাদ্র ১৪৩২, ১৯শে আগস্ট ২০২৫

গণতন্ত্র হত্যা ও প্রহসনের নির্বাচনের প্রতিবাদে জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল

মেহেদি হাসান

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী বিএনপি জোটের  গণতন্ত্র হত্যা ও প্রহসনের নির্বাচনের প্রতিবাদে জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় বাংলাদেশ আওয়ামী যুব লীগ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী বিএনপি জামাত জোটের প্রহসনের নির্বাচন ও গণতন্ত্র  হত্যার প্রতিবাদে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুজিব মঞ্চে সমাবেশ করে। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুব লীগের সভাপতি আসাফুদ্দৌলা, সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিক, যুবলীগ নেতা শাহনেওয়াজ দুলাল, কৌশিক আহমেদ, জহিরুল ইসলাম জহিরসহ  স্থানীয় যুবলীগের নেতৃবৃন্দ। বিএনপি বিভিন্ন নির্বাচন নিয়ে প্রশ্ন তুলায় যুবলীগ নেতৃবৃন্দ ১৯৯৬ সালের প্রহসনের নির্বাচনের কথা স্মরণ করিয়ে প্রতিবাদ জানান।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ