আজ মঙ্গলবার, ৩রা ভাদ্র ১৪৩২, ১৯শে আগস্ট ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা চত্বরে বৃক্ষ রোপন করলেন এসপি আবদুর রকিব

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক মডেল থানা চত্বরে বৃক্ষ রোপন করা হয়েছে। বৃক্ষ রোপন করেন, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার)।

থানা চত্বরে পুলিশ অফিসারবৃন্দ এসপি আবদুর রকিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। পরে সালাম প্রদান ও গ্রহণ করেন এসপি।

২৫ জানুয়ারি সোমবার সকালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ ইকবাল হোছাইন। 

সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত মো কবির হোসেন, ওসি অপারেশন মো. মিন্টু রহমানসহ এসআই, এএসআইসহ অন্য অফিসারবৃন্দ।

এ ছাড়াও পুলিশ সুপার আবদুর রকিব বার্ষিক পরিদর্শন উপলক্ষে ব্রিফিং প্যারেডে যোগ দেন এবং থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। 

বক্তব্য দিতে গিয়ে পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব অফিসার ও ফোর্সদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ