আজ মঙ্গলবার, ২৯শে পৌষ ১৪৩২, ১৩ই জানুয়ারী ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বীরাঙ্গনার সম্পত্তি উদ্ধার ও রাজাকারের বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে বীরাঙ্গানা রহিমা বেগমের সম্পত্তি উদ্ধার ও রাজাকারের বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে বীরাঙ্গনার পরিবারের সদস্যরা।
আজ সোমবার দুপুর সাড়ে ১২দিকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বীরাঙ্গনা রহিমা বেগমের সন্তান ও পরিবারবর্গের ব্যানারে এই সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন বীরাঙ্গনার নাতি আব্দুল মালেক।
লিখিত বক্তব্যে  বলেন, রাজাকার নজরুল ইসলাম, লতিফুর রহমান লুকা, মোকবুল হোসেনসহ স্থানীয় ২৯ জন ব্যক্তি প্রায় ২৭ বিঘা জমি জোর- পূর্বক দখল করে খাচ্ছে। কোথায় গিয়ে প্রতিকার পাওয়া যায়নি। তারা বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছি বীরাঙ্গনার সন্তান পরিবারের সদস্যদের।
পরিবারের দাবি, জমিগুলো উদ্ধারের প্রতিকার চাই। সাথে সাথে রাজাকারের দ্রুত বিচারের দাবি করেন তারা।
এদিকে রাজাকার ৬ জনের নামে ২০১০ সালে মামলা করলে উচ্চ আদালত থেকে জামিনে আছেন ৩ জন। আর তিন জন মারা গেছেন।
এসময় উপস্থিত ছিলেন, বীরাঙ্গনার ছেলে সফিকুল ইসলাম, মেয়ে সাবানা, ছেলের বউ সাবিনা বেগম, বড় ছেলের বউ তহমিনা খাতুনসহ পরিবারের সদস্যরা।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ