আজ সোমবার, ২৯শে পৌষ ১৪৩২, ১২ই জানুয়ারী ২০২৬

মধ্যরাতে রেল স্টেশনের ছিন্নমূল ও হরিজন পল্লীতে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে বুধবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০ টা থেকে মধ্য রাত পর্যন্ত রেলস্টেশনে ছিন্নমূল ও শহরের নিমতলা এলাকায় হরিজন পল্লীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।

তিনি প্রথমে রেলস্টেশনে এবং পরে হরিজন পল্লীতে দরিদ্র মানুষগুলোর গায়ে কম্বল জড়িয়ে দেন এবং তাদের খোঁজ-খবর নেন। এ-সময় তাঁর সঙ্গে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, সহকারি কমিশনার রবিন নিয়া,  আশরাফুল ইসলাম, চন্দন কর, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আফসার আলীসহ জেলা প্রশাসনের অন্য কর্মকর্তাগণ। হরিজন পল্লীতে জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা বিতরণ কাজে সহযোগিতা কররন।

এদিকে জেলা প্রশাসনের ত্রাণ শাখা থেকে জানা গেছে, চলতি শীত  মৌসুমে জেলার ৪৫টি ইউনিয়নে ৪৬০টি করে কম্বল বিতরণ করা হয়েছে এবং আরো প্রায় সমপরিমাণ কম্বল বিতরণ চলছে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ