আজ শুক্রবার, ২৮শে ভাদ্র ১৪৩২, ১২ই সেপ্টেম্বর ২০২৫

স্কাউটদের “নো মাক্স নো সার্ভিস” প্রচারনা কার্যক্রম শুরু

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় স্কাউটদের “নো মাক্স নো সার্ভিস” প্রচারনা কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ এর নির্দেশে শহরের বিভিন্ন পয়েন্টে আজ থেকে ১০ দিন ব্যাপি এ প্রচারনা চলবে। বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলার সহযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট ও গার্ল-ইন-স্কাউদের মাধ্যমে শহরের বিভিন্ন দোকানপাট সহ সকল অফিসে মাক্স ব্যবহারে জনসাধারণকে উদ্ধুদ্ধ করা হচ্ছে।

  পৌর এলাকার নিউ মার্কেট, ক্লাব সুপার মার্কেট, সেন্ট সুপার মার্কেট, বড় ইন্দারা মোড়, পুরাতন বাজার, হাসপাতাল রোড, শিবতলা মোড়, টোল ঘর, ঢাকা বাস স্ট্যান্ড, বিশ্ব রোড মোড়, বারঘরিয়া বাজার, বটতলা হাট, নয়াগোলা মোড়ে দিনব্যাপি স্কাউট সাব্বির, সহিদ, ওসমান, তোহিদ, আরাফাত রিপন, বিএল, কারিম, রুবেল, নাহিদ ও গার্ল-ইন-স্কাউট রসনি, সোনালি, ফারজানা, রিসা, তিসা, লিসা, সামিয়া, মিম, লিজা, জান্নাতুন ও রাফিয়া এ প্রচারনায় অংশ গ্রহণ করে।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ