চাঁপাইনবাবগঞ্জে জোসনারা ফাউন্ডেশন এর অফিস উদ্বোধন
- ১৭ই অক্টোবর ২০২০ রাত ১২:০৫:০৬
 - চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে জোসনারা ফাউন্ডেশনের অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে পৌর এলাকার বটতলা হাট এলাকায় নিজস্ব অফিসের উদ্বোধন করেন জোসনারা ফাউন্ডেশনের চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের সহ-সভাপতি ও গ্রামীন ট্রাভেলস এর চেয়ারম্যান আলহাজ্ব মোখলেসুর রহমান ।
এসময় উপস্থিত ছিলেন জোসনারা অটো রাইস মিলের চেয়ারম্যান মাসুদ করিম, আতিক অটো রাইস মিলের স্বতাধিকারী মোঃ মফিজ উদ্দিন, গ্রামীন ট্রাভেলস এর এমডি আব্দুর রাকিব, গ্রামীন ট্রাভেলস চেয়ারম্যান এর একান্ত সচিব আব্দুল জলিল প্রমুখ।
উল্লেখ্য পৌর এলাকার বিভিন্ন স্থানে গরিব দুঃখী অসহায় শিক্ষার্থী ও সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ করছে জোসনারা ফাউন্ডেশন।
								
							
									
									
										
										
										
										
										
										
								
								
								
								
								
								
								
								
০ টি মন্তব্য