মেয়র পদে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী লিটনের ২টি ওয়ার্ডে প্রচারণা
- ১৬ই অক্টোবর ২০২০ রাত ১১:২৪:৩১
 - চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সভাপতি, সমাজসেবক ও আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. সামিউল হক লিটন পৌর এলাকার ১নং ও ৩নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন।
১৬ অক্টোবর শুক্রবার সন্ধা থেকে রাত পর্যন্ত চলে গণসংযোগ ও লিফলেট বিতরণ। এ সময় তিনি মানুষের বিভিন্ন দাবি ও সমস্যার কথা শুনেন এবং তা পালন করার আশ্বাস প্রদান করেন। এ সময় যুবলীগসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সামিউল হক লিটন পৌরবাসীর দোয়া চেয়েছেন। তিনি জানিয়েছেন, এলাকার জণগনই হচ্ছে আমার প্রাণ, আমার শক্তি জেলা যুবলীগ সভাপতি সামিউল হক লিটন আরও জানান, আমি সব সময় আপনাদের পাশে থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ। আমাকে একটি ভোট দিয়ে আপনারা সে সুযোগটুকু আমাকে করে দিন।
								
							
									
									
										
										
										
										
										
										
								
								
								
								
								
								
								
								
০ টি মন্তব্য