চাঁপাইনবাবগঞ্জে ২১ লাখ ৩০ হাজার টাকার জালরুপিসহ আব্দুল বাসিদ গ্রেফতার
- ১২ই অক্টোবর ২০২০ বিকাল ০৫:৩১:২৬
 - চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে ২১ লাখ ৩০ হাজার টাকার জাল নোটসহ মোঃ আব্দুল বাসিদ নামে একজনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ৪টায় কানসাট পুকুরিয়া প্রেটোল এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। সোমবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খাঁন জানান, সামনে শারদীয় দুর্গা পূর্জা উপলক্ষে একটি চক্র ভারতে টাকা পাচার করার জন্য শিবগঞ্জ এলাকায় অবস্থান করছে।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে কানসাট পুকুরিয়া প্রেটোল এলাকা হতে তার দেহ তল্লাসি করলে তার কাছে ভারতীয় নকল জাল টাকা পাওয়া যায়।  তিনি আরো জানান, জালটাকা পাচার চক্রের সাথে জড়িত অপরজনকে পুলিশ খুঁজছে ।   তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হয়নি।    এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
								
							
									
									
										
										
										
										
										
										
								
								
								
								
								
								
								
								
০ টি মন্তব্য