আজ মঙ্গলবার, ৩রা ভাদ্র ১৪৩২, ১৯শে আগস্ট ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  হয়েছে।  রোববার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মেলন কক্ষে   জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল আলমের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক  মোঃ মঞ্জুরুল হাফিজ।   বিশেষ অতিথি ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইসরাইল হক,  জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা প্রমুখ। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিশুদের বিকাশে বর্তমান সরকার শিশু একাডেমীর মাধ্যমে তাদের শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা অব্যাহৃত রেখেছে। শিশুর মানসিক বিকাশে শিশু একাডেমীর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও কাজ করছে। একটি শিশুকে আগামী দিনে মানসিক ও শারীরিকভাবে দক্ষতা হতে হলে তা মুক্তমনে চলাফেরা করতে দিতে হবে । তাহলেই শিশুর ভবিষৎ উজ্জল হবে। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ