আজ মঙ্গলবার, ৩রা ভাদ্র ১৪৩২, ১৯শে আগস্ট ২০২৫

৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ওয়ার্ডে  চলছে বর্ধিত সভা। গঠিত হচ্ছে কাউন্সিল প্রস্তুতি কমিটি, অনুষ্ঠিত হচ্ছে ত্রি-বার্ষিক সম্মেলন। শনিবার ৫নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

হরিপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ-সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ।

 ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রফেসর আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক শরিফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান। অন্যদের মধ্যে বক্তব্য দেন- পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোখলেসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান, সদস্য ডা. গোলাম রাব্বানী, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, আবু সুফিয়ান, গোলাম শাহনেওয়াজ অপু ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল সহ-সভাপতি আব্দুল জাব্বার সহ স্থানীয় নেতৃবৃন্দ। শেষ খবর পাওয়া পর্যন্ত কমিটি গঠনের বিষয়ে ভোটার লিস্ট ঠিক করে আগামী ৭ দিনের মধ্যে কাউন্সিলের ভোট অনুষ্ঠিত হবে। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ