আজ সোমবার, ২৯শে পৌষ ১৪৩২, ১২ই জানুয়ারী ২০২৬

জেলা প্রশাসককে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ও এরফান গ্রুপের ফুলেল শুভেচ্ছা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে যোগদানকৃত জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজকে ফুলেল শুভেচ্ছা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রি ও এরফান গ্রুপ। বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। 

এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক অ্যাডভোকেট এফ কে এম লুৎফর রহমান ফিরোজ, শাহজাহান আলী সাজা, শহিদুল ইসলাম শহিদ। 

 জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ এরফান আলীর কাছ থেকে  জেলার আম, ধান, চাউল, কাঁসা, মুদিসহ বিভিন্ন  ব্যবসায়িক কার্যক্রমের বর্তমান অবস্থার   খোঁজ খবর নেন । এছাড়াও জেলায় বন্যা পরিস্থির অবনতি হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আগাম প্রস্তুতি বিষয়ে কথা বলেন। 

 চেম্বারের  সভাপতি জেলা প্রশাসককে সবাত্নক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ