জেলা প্রশাসককে শাহনেয়ামতুল্লাহ কলেজের বিদায় সংবর্ধনা
- ৬ই অক্টোবর ২০২০ সন্ধ্যা ০৬:৪৬:৫৮
 - চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ জেলা হতে সদ্য বিদায়ী জেলা প্রশাসক এ জেড এম নুরুল হককে বিদায় সংবর্ধনা প্রদান করেছেন শাহনেয়ামতুল্লাহ কলেজ পরিবার। সোমবার বিকেলে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, শাহনেয়ামতুল্লাহ কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ সাইদুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল আলম, স্টাফ কাউন্সিলের সেক্রেটারী মাহফুজুল হক ডন, ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব শামসুল হক গানু, শফিকুল আলম ভোতাসহ কলেজের শিক্ষকগণ।
								
							
									
									
										
										
										
										
										
										
								
								
								
								
								
								
								
								
০ টি মন্তব্য