দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম পুতুল আর নেই
- ৩০শে সেপ্টেম্বর ২০২০ সন্ধ্যা ০৭:০৫:৩১
 - চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
ভোলাহাট উপজেলার  দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম পুতুল চিকিৎসার জন্য রাজশাহী যাওয়ার পথে ইন্তেকাল করেছেন। ( ইন্নালিলাহি - - - - রাজেউন) ।  মৃত্যুর খবরে ভোলাহাট উপজেলায়  শোকের ছায়া নেমে এসেছে।  তাঁর নামাজে জানাজার সময় পরে জানানো হবে বলে স্বজনদের পক্ষ থেকে জানানো হয়েছে।
								
							
									
									
										
										
										
										
										
										
								
								
								
								
								
								
								
								
০ টি মন্তব্য