অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে ইবিএইউবি উপাচার্যের শোক
- ২৭শে সেপ্টেম্বর ২০২০ রাত ১০:১৯:৫৬
 - চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইবিএইউবির উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশিদুল হাসান।
শোক বার্তায় তিনি জানান, মাহবুবে আলমের মৃত্যুতে দেশ ও জাতি একজন দক্ষ আইনজ্ঞকে হারালো। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
								
							
									
									
										
										
										
										
										
										
								
								
								
								
								
								
								
								
০ টি মন্তব্য