আজ মঙ্গলবার, ৩রা ভাদ্র ১৪৩২, ১৯শে আগস্ট ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা

মেহেদি হাসান

দলকে সুসংগঠিত করতে চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় জেলা শহরের টাউন ক্লাবের হলরুমে এ সভা অনু্ষ্িঠত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ মঈনুদ্দিন মন্ডল, সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও সাবেক এম পি আব্দুল ওদুদ। 

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় আগামী পৌর ওয়ার্ড কমিটিগুলোকে গতিশীল করার জন্য কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক  দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এর আগে মৃত্যূবরণকারী স্থানীয় নেতাকর্মীদের শ্রদ্ধা হিসেবে ১ মিনিট নিরবতা পালন এবং শেষে তাদের  আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
 
 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ