চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুবজোটের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ২রা সেপ্টেম্বর ২০২০ বিকাল ০৫:১০:২৮
 - চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
"যুবরা লড়বে, নতুন পৃথিবী গড়বে" এই স্লোগানে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুবজোটের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জাতীয় যুবজোট চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে বুধবার সকালে জেলা শহরের নিমতলা মোড়স্থ সংগঠনটির নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জাতীয় যুবজোট চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. তরিকুল ইসলাম। 
জেলা যুবজোটের সাংগাঠনিক সম্পাদক সারুওয়ার্দ্দী ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, সহ-সভাপতি আব্দুল হামিদ রুনু, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ-জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল মজিদসহ অন্যান্যরা। এসময় বক্তারা জাতীয়, স্থানীয় রাজনীতির বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন এবং নেতাকর্মীদের আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশগ্ৰহণের প্রস্তুতি নেবার নির্দেশনা দেন।
								
								
								
								
							
								
							
									
									
										
										
										
										
										
										
								
								
								
								
								
								
								
								
০ টি মন্তব্য