কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির প্রয়াত সদস্যদের নমিনিদের মাঝে অনুুদান প্রদান
- ২রা সেপ্টেম্বর ২০২০ বিকাল ০৪:৫৮:২৩
 - চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি (নজেকশিস) এর প্রয়াত সদস্যদের নমিনিদের মাঝে অনুুদান ও জমাকৃত টাকার লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসক এর কার্যালয়ে জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ওবাইদুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ করেন জেলা প্রশাসক ও সমিতির প্রধান উপদেষ্টা এ জেড এম নুরুল হক।
চেক প্রদান পূর্বে স্বাগত বক্তব্য দেন, জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আতাউর রহমান। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম, সহকারী কমিশনার রওশনা জাহান, শিবগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান। মোট ৩ জন মৃত সদস্যের নমিনির মাঝে ১৪লাখ ৪৬হাজার ৬২৮ টাকা বিতরণ করা হয়।
								
							
									
									
										
										
										
										
										
										
								
								
								
								
								
								
								
								
০ টি মন্তব্য